বুক ডাইজেস্ট সেবা
ডাইজেস্ট টু 'দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ৩'
বইটির প্রয়োজনীয়তা ______________★
সাধারণত প্রফেসর ও প্রশ্নকর্তারা তাদের গবেষণার জন্য/ অবকাশ যাপনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন; আর তাদের ভ্রমণের অভিজ্ঞতা থেকে দু'একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করার সময় করে থাকেন। তাই আমাদের BTEF ভ্রমণ সিরিজের নির্যাস হতে প্রস্তুতকৃত এই "BTEF ডাইজেস্ট" এক্ষেত্রে সহায়ক হবে।
পাঠ্যবিষয়: _________★
•
→ 'হিরন্ময়' অর্থ দূত্যিময়/ উজ্জ্বল/ প্রভাময়।
→ 'টোপর' দেশি শব্দ।
→ পাইশা, লাল ও চন্দ্রগোভার বিল দিনাজপুরের বীরগঞ্জে।
→ 'গোল্ডলিফ' বলা হয় তামাকের পাতাকে।
→ 'ঝিরি' হলো পাহাড়ি এলাকায় ঝরনার প্রবাহিত পানির নালা।
→ শঙ্খ (সাঙ্গু নদী) অবস্থিত তিন্দু, থানচি, বান্দরবান (দক্ষিণে মায়ানমার সীমান্তে)
→ 'হ্যালিপ্যাড' হলো হেলিকপ্টার ল্যান্ড করার প্লেস।
→ নাফা অর্থ মাছ, খুম অর্থ প্রপাত; 'নাফাখুম' একটি জলপ্রপাত।
→ ১৮২৪ সালে বার্মা-ব্রিটিশ যুদ্ধ হয়।
→ মারমা, ম্রো ও ত্রিপুরা বান্দরবানের আদিবাসী।
→ 'পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়েল' করা হয় ১৯০০ সালে।
→ পোয়ামুহুরি ঝরনা, আলীকদম, বান্দরবান।
→ 'আলি-সুড়ঙ্গ' আলীকদমের রহস্যময় স্থান।
→ 'সাকল্যে' অর্থ সব মিলে।
→ খাসিয়ারা গোত্রপ্রধানকে 'মিনিস্টার' বা 'কারবারি' বলে ডাকে।
→ খাসিয়াদের প্রধান জীবিকা 'পান চাষ'।
→ 'শ্রীমঙ্গল' মৌলভীবাজারের একটি উপজেলা; এখানে "বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট" অবস্থিত।
→ অতীতে 'শ্রীমঙ্গল' ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল।
→ 'অহর্নিশ' অর্থ অনবরত।
→ 'রোশনাই' অর্থ আলোকিত।
→ "সোয়াচ অব নো গ্রাউন্ড" বঙ্গোপসাগরে।
→ বঙ্গোপসাগরের ভেতর একটি জায়গা আছে গভীর খাদের মতো। ব্রিটিশ আমলে গবেষকরা এর কোনো কূল-কিনারা না পেয়ে নাম রেখে দেন 'সোয়াচ অব নো গ্রাউন্ড'- বাংলার অতল স্পর্শ। পাহাড়ে যেমন গিরিখাদ থাকে, এটিও ঠিক তেমনি। সাদা চোখে এ গভীর খাদ দেখা যায় না। তবে এখানে পৌঁছার একটু আগেই দেখা যায় নীল জলরাশি।
→ 'এক্সপেডিশন' অর্থ যুদ্ধযাত্রা/ রোমাঞ্চকর ভ্রমণ।
→ দুবলার চর সুন্দরবনে।
→ 'জিপিএস' মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম।
→ 'বয়া' হলো গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের রাত্রি যাপনের নির্দিষ্ট স্থান।
→ 'সোয়াচ অব নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি 'গঙ্গা-খাদ' নামেও পরিচিত।
→ প্লাইসটোসিন যুগ ২০লাখ হতে ১লাখ বছর আগে ছিল।
→ টিপ্পনি মানে খুনোসুটি।
→ বন্যপাখি অভয়ারণ্য সোনার চর, ভোলায়।
→ আমাদের দেশের নৌকাগুলো মূলত তৈরি হয় জারুল, শাল, সুন্দরী এবং সেগুন কাঠ দিয়ে।
→ আমাদের দেশে বিভিন্ন আকৃতি ও ডিজাইনের প্রায় ১৫০ ধরনের নৌকা আছে।
→ বরিশাল, পটুয়াখালী অঞ্চল নদী আর খালে-বিলে ভরা।
→ ভোলা বরিশাল অঞ্চলের একটি দ্বীপ জেলা। এর পাশে শাহবাজপুর চ্যানেল অবস্থিত।
→ 'তেঁতুলিয়া নদী' বরিশালে।
→ চর জহিরউদ্দিন, পাতিলা, ঢালচর, চর কুঁকড়ি-মুকড়ি, চর মন্তাজ, চর নিজাম প্রভৃতি চর জেগে উঠেছে "মেঘনা" নদীর মোহনায়।
→ 'অনাহুত' অর্থ আহুত হয়নি যে।
→ শিল্পী এস এম সুলতানের বাড়ি নড়াইল জেলায়। এই জেলাকে ছুঁয়ে গেছে মধুমতী ও চত্রা নদী।
→ 'বিল চাচুরি' নড়াইলে।
→ নীল বিদ্রোহ হয় ১৮৫৯ সালে আর তেভাগা আন্দোলন হয় ১৯৪৬ সালে যায় উদ্ভব হয়েছিল নড়াইলে।
→ 'হাজি মহসিন নির্মিত ইমামবাড়া' অবস্থিত যশোরে।
→ 'রাজা প্রতাপ আদিত্য' ছিলেন একজন বারভূঁইয়া।
→ UNESCO এর তালিকাভুক্ত বিশ্ব-ঐতিহ্য 'ষাট গম্বুজ মসজিদ' বাগেরহাটে।
→ মধ্যযুগে বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ।
→ হিরণ পয়েন্ট ও দুবলার চর সুন্দরবনে।
→ 'বিলাইছড়ি' মিজোরাম ও মায়ানমার সীমান্ত সংলগ্ন রাঙামাটির একটি উপজেলা। রাইক্ষ্যং এ অঞ্চলের উল্লেখযোগ্য নদী। রাইক্ষ্যং লেক এখানকার একটি বিখ্যাত হ্রদ।
→ 'শীতাপ' ঝরনার অপর নাম 'হাম্মাম' ঝরনা; এটি অবস্থিত কমলগঞ্জ, মৌলভীবাজার।
→ 'ধলাই নদী' মৌলভীবাজারে, এর উৎপত্তি ত্রিপুরায়।
→ 'ছাইয়াখালি' বিল অবস্থিত মৌলভীবাজারের কমলগঞ্জে।
→ বাংলা ১৩০৭ সালে কমলগঞ্জে ভানুবিল এলাকায় প্রজা-বিদ্রোহ হয় পঞ্চানন সিংহ, কাশেম আলী, বৈকুণ্ঠ শর্মা এবং থেম্বাসিংহ প্রমুখের নেতৃত্বে।
→ ১৯৬৮-৬৯ এ সংগঠিত কড়াইয়ার কৃষক আন্দোলনের সুত্রপাত হয়েছিল মৌলভীবাজারে।
→ মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তে আমবাসা গ্রামে।
→ কান্তজী'র মন্দির নির্মিত হয়েছে অষ্টাদশ শতাব্দীতে।
→ ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনের সূত্রপাত হয় পঞ্চগড়ের আটোয়ারি তে।
→ গোরক্ষনাথ মন্দির অবস্থিত ঠাকুরগাঁও এর রানীশংকৈল উপজেলায়।
→ 'বাংলাগড়' এবং রানি 'দিঘি' অবস্থিত ঠাকুরগাঁও'র রানীশংকৈলে।
→ 'পাহাড়পুর বৈদ্ধ বিহার' অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়।
→ 'ভারানি' হলো খুব চিকন ও সরু খাল।
→ বানান দেখুন- নিঃশব্দ, নিঃশেষ, নির্দ্বিধায়, এঁকেবেঁকে, নিঃসংকোচ ও জলোচ্ছ্বাস।
→ বাগেরহাট জেলার শরণখোলা সুন্দরবনের জন্য বিখ্যাত। বলেশ্বর ও ভোলা এ-অঞ্চলের প্রধান নদী।
→ 'ব্লু-লেগুন' হলো একটি ছবি (চলচ্চিত্র) (ব্লু-লেগুন: 'এইচ দ্য ভের স্ট্যাকপোল' এর একটি সাহিত্য এবং তা থেকে মির্মিত একটি চলচ্চিত্র)।
→ আদিনাথ মন্দির মহেশখালীতে অবস্থিত।
→ কক্সবাজারের উত্তর পশ্চিমে মহেশখালী চ্যানেল ও কুতুবদিয়া চ্যানেলের মাঝে সাগরঘেরা এক পরিবেশে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ 'মহেশখালী'।
→ আদিনাথ মন্দির আছে মৈনাক পাহাড়ে।
→ পর্তুগীজ পরিব্রাজক সিজার ফ্রেডেরিকের বিবরণ এবং ড. সুনীতি ভূষণ কানুনগোর মতে ১৫৫৮ খ্রিষ্টাব্দে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন হতে মহেশখালী দ্বীপ সৃষ্টি হয়।
→ সিলেটের কানাইঘাটের টেংরা'য় ৭ম শতকের তাম্রশাসনের নিদর্শন পাওয়া যায়।
→ সাইকত পাড়াকে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাড়া বলে। এখানে বমদের বসবাস। বমরা মূলত মোঙ্গলীয় জনগোষ্ঠীর।
→ 'মারফা' হলো বেশ জনপ্রিয় এক ধরনের শশার মতো রসাল ফল, এটি পাহাড়ে পাওয়া যায়।
→ সমাসবদ্ধ ও সন্ধিজাত শব্দ- চৌহদ্দি, সপ্তাহান্তে।
→ সিলেটের লালখানে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এর পাশেই ভারতের মেঘালয় রাজ্য।
→ 'বেলাভূমি' হলো সমুদ্রের উপকূলের বালুময় স্থান।
→ মাওয়া ফেরীঘাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত।
→ লন্ডন টেমস নদীর তীরে আর প্যারিস সেইন নদীর তীরে অবস্থিত।
→ 'পিয়াইন' নদী অবস্থিত জাফলং, সিলেট।
→ 'মহীরুহ' অর্থ বটবৃক্ষ।
→ 'জৈন্তাপুর' মেঘালয়ের পাদদেশে সিলেটের এক ঐতিহাসিক জনপদ। এর আসল নাম ছিল শৈলকানন। খাসিয়া-জৈন্তিয়া পাহাড় ও সারি-গোয়াইন নদী এখানকার দর্শনীয় বস্তু, এছাড়াও আছে মেগালিথ সৈধ।
→ জাফলং পর্যটন কেন্দ্র এবং তামাবিল স্থল বন্দর অবস্থিত সিলেটের জৈন্তাপুরে।
→ আতিয়া মসজিদ ও ধনবাড়ি জমিদার বাড়ি অবস্থিত টাঙ্গাইলের ভূঞাপুরে।
→ 'মৌটুসি' হলো পাখির নাম।
→ বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের অন্তর্গত সংরক্ষিত বন 'টেকনাফ গেমরিজার্ভ' নামে পরিচিত। ১৯৮৩ সালে এই বন সংরক্ষিত গেমরিজার্ভ ঘোষিত হয়। এই গেমরিজার্ভের সর্বোচ্চ চূড়া 'তৈঙ্গা' নামে পরিচিত।
→ দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্যপূর্ণ অভয়ারণ্য হলো 'টেকনাফ গেমরিজার্ভ'।
→ 'নাইটং পাহাড়' টেকনাফ শহরের পাশে অবস্থিত।
→ 'কুদুম গুহা' অবস্থিত টেকনাফ গেমরিজার্ভে।
→ 'স্ফটিক' অর্থ উজ্জ্বল।
→ 'নিসর্গ সাপোর্ট প্রোগ্রাম' হলো পর্যটকদের একটি ভ্রমণ গাইড প্রোগ্রাম।
→ টেকনাফ উপজেলার অধীন সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ।
→ 'পসরা' অর্থ অস্থায়ী দোকানের বিক্রয়যোগ্য দ্রব্যসমূহের সমাবেশ।
→ 'এনাম' অর্থ ঘোষণা।
→ 'আওলাদ' অর্থ বউ, সন্তান-সন্ততি ইত্যাদি অস্থাবর সম্পত্তি।
→ স্থানীয় 'দেশোয়ালী' ভাষা মানে উর্দু ও হিন্দির মিশেল করে বলা স্থানীয় এক কথ্য ভাষা।
→ 'বন্ধুর (পথ)' অর্থ কোথাও উঁচু কোথাও নিচু।
→ 'হাকালুকি হাওর' অবস্থিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
→ 'লাঠিটিলা পাহাড়' অবস্থিত মৌলভীবাজারের জুরীতে।
→ লংলা'র পাহাড়, বরমচালের টিলা, পৃথ্বীম পাশার নবাববাড়ি (১৮ শতকক) ও গগনটিলা অবস্থিত মৌলভীবাজারের কুলাউড়ায়।
→ 'মাধব মন্দির' অবস্থিত মৌলভীবাজারের বড়লেখায়।
→ বানান- শ্রদ্ধাঞ্জলি, স্বতঃস্ফূর্ত।
→ 'আনন্দ কুঠি' অবস্থিত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়।
→ 'পাংকুই-ভিটা' অবস্থিত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়।
→ 'গোধূলি' হলো দিন ও রাত্রির সন্ধিক্ষণ; ধোঁয়া ও কুয়াশার সম্মিলনকে বলে 'ধোঁয়াশা'।
→ চর আলেকজান্ডার অবস্থিত ভোলায়।
→ মনপুরা দ্বীপ ভোলা জেলার অন্তর্গত।
→ ঈশা খাঁ'র স্মৃতি বিজড়িত এগারসিন্দুর দূর্গ ও মুঘল আমলের শাহ মাহমুদ মসজিদ অবস্থিত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্দুরে।
→ উপেন্দ্রকিশোর রায়, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের স্মৃতি জড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার সঙ্গে।
→ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সংরক্ষিত বন 'পাবলাখালী সংরক্ষিত বন' অবস্থিত রাঙামাটির বাঘাইছড়িতে।
→ 'শুভলং ঝরনা' অবস্থিত রাঙামাটির বাঘাইছড়িতে।
→ 'আর্য্যাপুর বৌদ্ধ বিহার' অবস্থিত রাঙামাটির বাঘাইছড়িতে।
→ 'নন্দনতত্ত্ব' বইটির লেখক হাসনাত আব্দুল হাই।
ডাইজেস্ট সম্পাদনা—
মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।
No comments:
Post a Comment