Thursday, November 1, 2018

দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ২

বুক ডাইজেস্ট সেবা


ডাইজেস্ট টু 'দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ২'

বইটির প্রয়োজনীয়তা ______________★
সাধারণত প্রফেসর ও প্রশ্নকর্তারা তাদের গবেষণার জন্য/ অবকাশ যাপনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন; আর তাদের ভ্রমণের অভিজ্ঞতা থেকে দু'একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করার সময় করে থাকেন। তাই আমাদের BTEF ভ্রমণ সিরিজের নির্যাস হতে প্রস্তুতকৃত এই "BTEF ডাইজেস্ট" এক্ষেত্রে সহায়ক হবে।

পাঠ্যবিষয়: _________★
Bangladesh Tourism Expansion Forum এর স্লোগান হলো 'Explore Bangladesh'
→ সারি নদী, গোয়াইনঘাট, সিলেট।
→ খাসিয়াদের হেডম্যান বা গোত্রপ্রধানকে তারা বলে 'মন্ত্রী'।
→ খাসিয়াদের বিখ্যাত ও জনপ্রিয় ফসল 'পান'; এটাই তাদের প্রধান জীবিকা।
→ 'মশহুর' অর্থ বিখ্যাত ও জনপ্রিয়/ উৎকর্ষময়।
→ 'ম্যাক্সি' হলো এক ধরনের পর্যটন এলাকার যানবাহন।
→ রেমা অভয়ারণ্য অবস্থিত চুনারুঘাট, সিলেট।
→ লাউয়াছড়া অভয়ারণ্য অবস্থিত মৌলভীবাজার, সিলেট।
→ ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান করা হয়; এর আয়তন ১২৫০ হেক্টর।
→ মণিপুরী সমাজে রাস উৎসবের প্রবর্তন করেন মহারাজ জয় সিংহ।
→ 'রস' থেকে 'রাস' কথাটির উৎপত্তি। রস আস্বাদনের মিনিত্তে উৎসব= রাসোৎসব।
→ 'লাইহার ওবা' অর্থ দেবতাদের আনন্দানুষ্ঠান।
→ ক্যাংলেইপাক, ক্যাংলেইপাং, মেঘলী, মেইতেই হচ্ছে মনিপুরীদের উপগোষ্ঠী। মনিপুরীরা জাতিগতভাবে 'কুকি চীন' গোত্রভুক্ত। রবীন্দ্রনাথ মনিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন ১৯১৯ সালে। মনিপুরী নৃত্য দুই শ্রেণীতে বিভক্ত।
→ মণিপুরীদের মাতৃভাষা 'মেইতেই লন'।
→ মোহনগঞ্জকে হাওরের রাণী বলা হয়।
→ খাসিয়ারা মোঙ্গলীয় বংশোদ্ভূত, এরা মাতৃতান্ত্রিক।
→ 'মাজুলি' নামক দ্বীপ আছে ভারতের আসামে; এটি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ যা আছে ব্রহ্মপুত্রের বুকে।
→ প্রবেশপথে সিংহমূর্তি আছে কুড়িগ্রাম শহরের।
→ ঝুমকার চর অবস্থিত নারায়ণপুর, কুড়িগ্রাম।
→ চর রাজীবপুর অবস্থিত কুড়িগ্রামে।
→ সৌম্য অর্থ শান্ত।
→ আটপৌড়ে অর্থ সবসময় পড়ার উপযোগী (রাফ ইউজ)।
→ এঁদো অর্থ অগভীর।
→ টাঙ্গুয়া হাওর অবস্থিত সুনামগঞ্জ, সিলেট।
→ স্বর্ণমন্দির বান্দরবানে অবস্থিত।
→ তালপট্টি দ্বীপ পশ্চিম সুন্দরবন এলাকায়।
→ নিঝুম দ্বীপ হাতিয়ায় অবস্থিত। নিঝুম দ্বীপের পূর্ব নাম বল্লার চর। শুরুতে এর নাম ছিল চর ওসমান।
→ কান্তজিউ মন্দির, কাহারোল, দিনাজপুর। এর নির্মাণকাজ শুরু করেন 'রাজা প্রাণনাথ'।
→ 'ভাড়ানি' হচ্ছে বড় নদী থেকে বড় খালের প্রবেশমুখ।
→ 'হিরণ-পয়েন্ট' সুন্দরবনে।
→ ট্রিপ (Trip) অর্থ সংক্ষিপ্ত ভ্রমণ।
→ সীতা মন্দির অবস্থিত মেধশ মুনি আশ্রম, বোয়ালখালী, চট্টগ্রাম।
→ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাড়ি মিঠেখালি, মংলা।
→ চর ফ্যাশন ও মনপুরা ভোলায় অবস্থিত।
→ গৌতম বুদ্ধ বুদ্ধত্ব পেয়েছিলেন খ্রিষ্টপূর্ব ৬ শতকে।
→ 'বোধিসত্ত্ব রূপ' কথাটির উৎপত্তি গৌতম বুদ্ধকে কেন্দ্র করে।
→ রিকুইজিশন অর্থ স্বত্ব লাভকরণ।
→ তঞ্চঙ্গ্যা ও বম উপজাতি আছে রোয়াংছড়ি, বান্দরবান।
→ উপজাতিদের মধ্যে ছিমছাম, পরিচ্ছন্ন ও পরিকল্পিত জীবন যাপন করে 'বম'রা।
→ ডংনালা পাহাড়, বোয়ালখালী, চট্টগ্রামে।
→ কামাখ্যা মন্দির অবস্থিত ম্যাধোশমুনি আশ্রম, বোয়ালখালী, চট্টগ্রাম।
→ 'বৃংহণ' অর্থ হাতির ডাক।
→ এগারসিন্দুর দূর্গ অবস্থিত পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
→ মানসিংহের সঙ্গে বারো ভূঁইয়া নেতা ঈশা খাঁর যুদ্ধ হয় ১৫৮৯ সালে।
→ মির্জাপুরের ভালুকনাচ, ঘাটাইলের সঙযাত্রা, ভূঞাপুরের লাঠিবাড়ি খেলা এবং বেহুলা নাচ, মধুপুরের ধুয়া গান বাংলা ঐতিহ্যের অন্যতম সম্পদ।
বাংলাপিডিয়া প্রকাশিত হয় 'এশিয়াটিক সোসাইটি' থেকে।

ডাইজেস্ট সম্পাদনা—
মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

No comments:

Post a Comment