Thursday, November 1, 2018

দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ৩

বুক ডাইজেস্ট সেবা


ডাইজেস্ট টু 'দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ৩'

বইটির প্রয়োজনীয়তা ______________★
সাধারণত প্রফেসর ও প্রশ্নকর্তারা তাদের গবেষণার জন্য/ অবকাশ যাপনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন; আর তাদের ভ্রমণের অভিজ্ঞতা থেকে দু'একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করার সময় করে থাকেন। তাই আমাদের BTEF ভ্রমণ সিরিজের নির্যাস হতে প্রস্তুতকৃত এই "BTEF ডাইজেস্ট" এক্ষেত্রে সহায়ক হবে।

পাঠ্যবিষয়: _________★
→ 'হিরন্ময়' অর্থ দূত্যিময়/ উজ্জ্বল/ প্রভাময়।
→ 'টোপর' দেশি শব্দ।
→ পাইশা, লাল ও চন্দ্রগোভার বিল দিনাজপুরের বীরগঞ্জে।
→ 'গোল্ডলিফ' বলা হয় তামাকের পাতাকে।
→ 'ঝিরি' হলো পাহাড়ি এলাকায় ঝরনার প্রবাহিত পানির নালা।
→ শঙ্খ (সাঙ্গু নদী) অবস্থিত তিন্দু, থানচি, বান্দরবান (দক্ষিণে মায়ানমার সীমান্তে)
→ 'হ্যালিপ্যাড' হলো হেলিকপ্টার ল্যান্ড করার প্লেস।
→ নাফা অর্থ মাছ, খুম অর্থ প্রপাত; 'নাফাখুম' একটি জলপ্রপাত।
→ ১৮২৪ সালে বার্মা-ব্রিটিশ যুদ্ধ হয়।
→ মারমা, ম্রো ও ত্রিপুরা বান্দরবানের আদিবাসী।
→ 'পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়েল' করা হয় ১৯০০ সালে।
→ পোয়ামুহুরি ঝরনা, আলীকদম, বান্দরবান।
→ 'আলি-সুড়ঙ্গ' আলীকদমের রহস্যময় স্থান।
→ 'সাকল্যে' অর্থ সব মিলে।
→ খাসিয়ারা গোত্রপ্রধানকে 'মিনিস্টার' বা 'কারবারি' বলে ডাকে।
→ খাসিয়াদের প্রধান জীবিকা 'পান চাষ'।
→ 'শ্রীমঙ্গল' মৌলভীবাজারের একটি উপজেলা; এখানে "বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট" অবস্থিত।
→ অতীতে 'শ্রীমঙ্গল' ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল।
→ 'অহর্নিশ' অর্থ অনবরত।
→ 'রোশনাই' অর্থ আলোকিত।
→ "সোয়াচ অব নো গ্রাউন্ড" বঙ্গোপসাগরে।
→ বঙ্গোপসাগরের ভেতর একটি জায়গা আছে গভীর খাদের মতো। ব্রিটিশ আমলে গবেষকরা এর কোনো কূল-কিনারা না পেয়ে নাম রেখে দেন 'সোয়াচ অব নো গ্রাউন্ড'- বাংলার অতল স্পর্শ। পাহাড়ে যেমন গিরিখাদ থাকে, এটিও ঠিক তেমনি। সাদা চোখে এ গভীর খাদ দেখা যায় না। তবে এখানে পৌঁছার একটু আগেই দেখা যায় নীল জলরাশি।
→ 'এক্সপেডিশন' অর্থ যুদ্ধযাত্রা/ রোমাঞ্চকর ভ্রমণ।
→ দুবলার চর সুন্দরবনে।
→ 'জিপিএস' মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম।
→ 'বয়া' হলো গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের রাত্রি যাপনের নির্দিষ্ট স্থান।
→ 'সোয়াচ অব নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি 'গঙ্গা-খাদ' নামেও পরিচিত।
→ প্লাইসটোসিন যুগ ২০লাখ হতে ১লাখ বছর আগে ছিল।
→ টিপ্পনি মানে খুনোসুটি।
→ বন্যপাখি অভয়ারণ্য সোনার চর, ভোলায়।
→ আমাদের দেশের নৌকাগুলো মূলত তৈরি হয় জারুল, শাল, সুন্দরী এবং সেগুন কাঠ দিয়ে।
→ আমাদের দেশে বিভিন্ন আকৃতি ও ডিজাইনের প্রায় ১৫০ ধরনের নৌকা আছে।
→ বরিশাল, পটুয়াখালী অঞ্চল নদী আর খালে-বিলে ভরা।
→ ভোলা বরিশাল অঞ্চলের একটি দ্বীপ জেলা। এর পাশে শাহবাজপুর চ্যানেল অবস্থিত।
→ 'তেঁতুলিয়া নদী' বরিশালে।
→ চর জহিরউদ্দিন, পাতিলা, ঢালচর, চর কুঁকড়ি-মুকড়ি, চর মন্তাজ, চর নিজাম প্রভৃতি চর জেগে উঠেছে "মেঘনা" নদীর মোহনায়।
→ 'অনাহুত' অর্থ আহুত হয়নি যে।
→ শিল্পী এস এম সুলতানের বাড়ি নড়াইল জেলায়। এই জেলাকে ছুঁয়ে গেছে মধুমতী ও চত্রা নদী।
→ 'বিল চাচুরি' নড়াইলে।
→ নীল বিদ্রোহ হয় ১৮৫৯ সালে আর তেভাগা আন্দোলন হয় ১৯৪৬ সালে যায় উদ্ভব হয়েছিল নড়াইলে।
→ 'হাজি মহসিন নির্মিত ইমামবাড়া' অবস্থিত যশোরে।
→ 'রাজা প্রতাপ আদিত্য' ছিলেন একজন বারভূঁইয়া।
→ UNESCO এর তালিকাভুক্ত বিশ্ব-ঐতিহ্য 'ষাট গম্বুজ মসজিদ' বাগেরহাটে।
→ মধ্যযুগে বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ।
→ হিরণ পয়েন্ট ও দুবলার চর সুন্দরবনে।
→ 'বিলাইছড়ি' মিজোরাম ও মায়ানমার সীমান্ত সংলগ্ন রাঙামাটির একটি উপজেলা। রাইক্ষ্যং এ অঞ্চলের উল্লেখযোগ্য নদী। রাইক্ষ্যং লেক এখানকার একটি বিখ্যাত হ্রদ।
→ 'শীতাপ' ঝরনার অপর নাম 'হাম্মাম' ঝরনা; এটি অবস্থিত কমলগঞ্জ, মৌলভীবাজার।
→ 'ধলাই নদী' মৌলভীবাজারে, এর উৎপত্তি ত্রিপুরায়।
→ 'ছাইয়াখালি' বিল অবস্থিত মৌলভীবাজারের কমলগঞ্জে।
→ বাংলা ১৩০৭ সালে কমলগঞ্জে ভানুবিল এলাকায় প্রজা-বিদ্রোহ হয় পঞ্চানন সিংহ, কাশেম আলী, বৈকুণ্ঠ শর্মা এবং থেম্বাসিংহ প্রমুখের নেতৃত্বে।
→ ১৯৬৮-৬৯ এ সংগঠিত কড়াইয়ার কৃষক আন্দোলনের সুত্রপাত হয়েছিল মৌলভীবাজারে।
→ মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তে আমবাসা গ্রামে।
→ কান্তজী'র মন্দির নির্মিত হয়েছে অষ্টাদশ শতাব্দীতে।
→ ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনের সূত্রপাত হয় পঞ্চগড়ের আটোয়ারি তে।
→ গোরক্ষনাথ মন্দির অবস্থিত ঠাকুরগাঁও এর রানীশংকৈল উপজেলায়।
→ 'বাংলাগড়' এবং রানি 'দিঘি' অবস্থিত ঠাকুরগাঁও'র রানীশংকৈলে।
→ 'পাহাড়পুর বৈদ্ধ বিহার' অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়।
→ 'ভারানি' হলো খুব চিকন ও সরু খাল।
→ বানান দেখুন- নিঃশব্দ, নিঃশেষ, নির্দ্বিধায়, এঁকেবেঁকে, নিঃসংকোচ ও জলোচ্ছ্বাস।
→ বাগেরহাট জেলার শরণখোলা সুন্দরবনের জন্য বিখ্যাত। বলেশ্বর ও ভোলা এ-অঞ্চলের প্রধান নদী।
→ 'ব্লু-লেগুন' হলো একটি ছবি (চলচ্চিত্র) (ব্লু-লেগুন: 'এইচ দ্য ভের স্ট্যাকপোল' এর একটি সাহিত্য এবং তা থেকে মির্মিত একটি চলচ্চিত্র)।
→ আদিনাথ মন্দির মহেশখালীতে অবস্থিত।
→ কক্সবাজারের উত্তর পশ্চিমে মহেশখালী চ্যানেল ও কুতুবদিয়া চ্যানেলের মাঝে সাগরঘেরা এক পরিবেশে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ 'মহেশখালী'।
→ আদিনাথ মন্দির আছে মৈনাক পাহাড়ে।
→ পর্তুগীজ পরিব্রাজক সিজার ফ্রেডেরিকের বিবরণ এবং ড. সুনীতি ভূষণ কানুনগোর মতে ১৫৫৮ খ্রিষ্টাব্দে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন হতে মহেশখালী দ্বীপ সৃষ্টি হয়।
→ সিলেটের কানাইঘাটের টেংরা'য় ৭ম শতকের তাম্রশাসনের নিদর্শন পাওয়া যায়।
→ সাইকত পাড়াকে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাড়া বলে। এখানে বমদের বসবাস। বমরা মূলত মোঙ্গলীয় জনগোষ্ঠীর।
→ 'মারফা' হলো বেশ জনপ্রিয় এক ধরনের শশার মতো রসাল ফল, এটি পাহাড়ে পাওয়া যায়।
→ সমাসবদ্ধ ও সন্ধিজাত শব্দ- চৌহদ্দি, সপ্তাহান্তে।
→ সিলেটের লালখানে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এর পাশেই ভারতের মেঘালয় রাজ্য।
→ 'বেলাভূমি' হলো সমুদ্রের উপকূলের বালুময় স্থান।
→ মাওয়া ফেরীঘাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত।
→ লন্ডন টেমস নদীর তীরে আর প্যারিস সেইন নদীর তীরে অবস্থিত।
→ 'পিয়াইন' নদী অবস্থিত জাফলং, সিলেট।
→ 'মহীরুহ' অর্থ বটবৃক্ষ।
→ 'জৈন্তাপুর' মেঘালয়ের পাদদেশে সিলেটের এক ঐতিহাসিক জনপদ। এর আসল নাম ছিল শৈলকানন। খাসিয়া-জৈন্তিয়া পাহাড় ও সারি-গোয়াইন নদী এখানকার দর্শনীয় বস্তু, এছাড়াও আছে মেগালিথ সৈধ।
→ জাফলং পর্যটন কেন্দ্র এবং তামাবিল স্থল বন্দর অবস্থিত সিলেটের জৈন্তাপুরে।
→ আতিয়া মসজিদ ও ধনবাড়ি জমিদার বাড়ি অবস্থিত টাঙ্গাইলের ভূঞাপুরে।
→ 'মৌটুসি' হলো পাখির নাম।
→ বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের অন্তর্গত সংরক্ষিত বন 'টেকনাফ গেমরিজার্ভ' নামে পরিচিত। ১৯৮৩ সালে এই বন সংরক্ষিত গেমরিজার্ভ ঘোষিত হয়। এই গেমরিজার্ভের সর্বোচ্চ চূড়া 'তৈঙ্গা' নামে পরিচিত।
→ দেশের সর্বোচ্চ জীববৈচিত্র্যপূর্ণ অভয়ারণ্য হলো 'টেকনাফ গেমরিজার্ভ'।
→ 'নাইটং পাহাড়' টেকনাফ শহরের পাশে অবস্থিত।
→ 'কুদুম গুহা' অবস্থিত টেকনাফ গেমরিজার্ভে।
→ 'স্ফটিক' অর্থ উজ্জ্বল।
→ 'নিসর্গ সাপোর্ট প্রোগ্রাম' হলো পর্যটকদের একটি ভ্রমণ গাইড প্রোগ্রাম।
→ টেকনাফ উপজেলার অধীন সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ।
→ 'পসরা' অর্থ অস্থায়ী দোকানের বিক্রয়যোগ্য দ্রব্যসমূহের সমাবেশ।
→ 'এনাম' অর্থ ঘোষণা।
→ 'আওলাদ' অর্থ বউ, সন্তান-সন্ততি ইত্যাদি অস্থাবর সম্পত্তি।
→ স্থানীয় 'দেশোয়ালী' ভাষা মানে উর্দু ও হিন্দির মিশেল করে বলা স্থানীয় এক কথ্য ভাষা।
→ 'বন্ধুর (পথ)' অর্থ কোথাও উঁচু কোথাও নিচু।
→ 'হাকালুকি হাওর' অবস্থিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
→ 'লাঠিটিলা পাহাড়' অবস্থিত মৌলভীবাজারের জুরীতে।
→ লংলা'র পাহাড়, বরমচালের টিলা, পৃথ্বীম পাশার নবাববাড়ি (১৮ শতকক) ও গগনটিলা অবস্থিত মৌলভীবাজারের কুলাউড়ায়।
→ 'মাধব মন্দির' অবস্থিত মৌলভীবাজারের বড়লেখায়।
→ বানান- শ্রদ্ধাঞ্জলি, স্বতঃস্ফূর্ত।
→ 'আনন্দ কুঠি' অবস্থিত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়।
→ 'পাংকুই-ভিটা' অবস্থিত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়।
→ 'গোধূলি' হলো দিন ও রাত্রির সন্ধিক্ষণ; ধোঁয়া ও কুয়াশার সম্মিলনকে বলে 'ধোঁয়াশা'।
→ চর আলেকজান্ডার অবস্থিত ভোলায়।
→ মনপুরা দ্বীপ ভোলা জেলার অন্তর্গত।
→ ঈশা খাঁ'র স্মৃতি বিজড়িত এগারসিন্দুর দূর্গ ও মুঘল আমলের শাহ মাহমুদ মসজিদ অবস্থিত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্দুরে।
→ উপেন্দ্রকিশোর রায়, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের স্মৃতি জড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার সঙ্গে।
→ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সংরক্ষিত বন 'পাবলাখালী সংরক্ষিত বন' অবস্থিত রাঙামাটির বাঘাইছড়িতে।
→ 'শুভলং ঝরনা' অবস্থিত রাঙামাটির বাঘাইছড়িতে।
→ 'আর্য্যাপুর বৌদ্ধ বিহার' অবস্থিত রাঙামাটির বাঘাইছড়িতে।
→ 'নন্দনতত্ত্ব' বইটির লেখক হাসনাত আব্দুল হাই।

ডাইজেস্ট সম্পাদনা—
মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ২

বুক ডাইজেস্ট সেবা


ডাইজেস্ট টু 'দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ২'

বইটির প্রয়োজনীয়তা ______________★
সাধারণত প্রফেসর ও প্রশ্নকর্তারা তাদের গবেষণার জন্য/ অবকাশ যাপনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন; আর তাদের ভ্রমণের অভিজ্ঞতা থেকে দু'একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করার সময় করে থাকেন। তাই আমাদের BTEF ভ্রমণ সিরিজের নির্যাস হতে প্রস্তুতকৃত এই "BTEF ডাইজেস্ট" এক্ষেত্রে সহায়ক হবে।

পাঠ্যবিষয়: _________★
Bangladesh Tourism Expansion Forum এর স্লোগান হলো 'Explore Bangladesh'
→ সারি নদী, গোয়াইনঘাট, সিলেট।
→ খাসিয়াদের হেডম্যান বা গোত্রপ্রধানকে তারা বলে 'মন্ত্রী'।
→ খাসিয়াদের বিখ্যাত ও জনপ্রিয় ফসল 'পান'; এটাই তাদের প্রধান জীবিকা।
→ 'মশহুর' অর্থ বিখ্যাত ও জনপ্রিয়/ উৎকর্ষময়।
→ 'ম্যাক্সি' হলো এক ধরনের পর্যটন এলাকার যানবাহন।
→ রেমা অভয়ারণ্য অবস্থিত চুনারুঘাট, সিলেট।
→ লাউয়াছড়া অভয়ারণ্য অবস্থিত মৌলভীবাজার, সিলেট।
→ ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান করা হয়; এর আয়তন ১২৫০ হেক্টর।
→ মণিপুরী সমাজে রাস উৎসবের প্রবর্তন করেন মহারাজ জয় সিংহ।
→ 'রস' থেকে 'রাস' কথাটির উৎপত্তি। রস আস্বাদনের মিনিত্তে উৎসব= রাসোৎসব।
→ 'লাইহার ওবা' অর্থ দেবতাদের আনন্দানুষ্ঠান।
→ ক্যাংলেইপাক, ক্যাংলেইপাং, মেঘলী, মেইতেই হচ্ছে মনিপুরীদের উপগোষ্ঠী। মনিপুরীরা জাতিগতভাবে 'কুকি চীন' গোত্রভুক্ত। রবীন্দ্রনাথ মনিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন ১৯১৯ সালে। মনিপুরী নৃত্য দুই শ্রেণীতে বিভক্ত।
→ মণিপুরীদের মাতৃভাষা 'মেইতেই লন'।
→ মোহনগঞ্জকে হাওরের রাণী বলা হয়।
→ খাসিয়ারা মোঙ্গলীয় বংশোদ্ভূত, এরা মাতৃতান্ত্রিক।
→ 'মাজুলি' নামক দ্বীপ আছে ভারতের আসামে; এটি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ যা আছে ব্রহ্মপুত্রের বুকে।
→ প্রবেশপথে সিংহমূর্তি আছে কুড়িগ্রাম শহরের।
→ ঝুমকার চর অবস্থিত নারায়ণপুর, কুড়িগ্রাম।
→ চর রাজীবপুর অবস্থিত কুড়িগ্রামে।
→ সৌম্য অর্থ শান্ত।
→ আটপৌড়ে অর্থ সবসময় পড়ার উপযোগী (রাফ ইউজ)।
→ এঁদো অর্থ অগভীর।
→ টাঙ্গুয়া হাওর অবস্থিত সুনামগঞ্জ, সিলেট।
→ স্বর্ণমন্দির বান্দরবানে অবস্থিত।
→ তালপট্টি দ্বীপ পশ্চিম সুন্দরবন এলাকায়।
→ নিঝুম দ্বীপ হাতিয়ায় অবস্থিত। নিঝুম দ্বীপের পূর্ব নাম বল্লার চর। শুরুতে এর নাম ছিল চর ওসমান।
→ কান্তজিউ মন্দির, কাহারোল, দিনাজপুর। এর নির্মাণকাজ শুরু করেন 'রাজা প্রাণনাথ'।
→ 'ভাড়ানি' হচ্ছে বড় নদী থেকে বড় খালের প্রবেশমুখ।
→ 'হিরণ-পয়েন্ট' সুন্দরবনে।
→ ট্রিপ (Trip) অর্থ সংক্ষিপ্ত ভ্রমণ।
→ সীতা মন্দির অবস্থিত মেধশ মুনি আশ্রম, বোয়ালখালী, চট্টগ্রাম।
→ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাড়ি মিঠেখালি, মংলা।
→ চর ফ্যাশন ও মনপুরা ভোলায় অবস্থিত।
→ গৌতম বুদ্ধ বুদ্ধত্ব পেয়েছিলেন খ্রিষ্টপূর্ব ৬ শতকে।
→ 'বোধিসত্ত্ব রূপ' কথাটির উৎপত্তি গৌতম বুদ্ধকে কেন্দ্র করে।
→ রিকুইজিশন অর্থ স্বত্ব লাভকরণ।
→ তঞ্চঙ্গ্যা ও বম উপজাতি আছে রোয়াংছড়ি, বান্দরবান।
→ উপজাতিদের মধ্যে ছিমছাম, পরিচ্ছন্ন ও পরিকল্পিত জীবন যাপন করে 'বম'রা।
→ ডংনালা পাহাড়, বোয়ালখালী, চট্টগ্রামে।
→ কামাখ্যা মন্দির অবস্থিত ম্যাধোশমুনি আশ্রম, বোয়ালখালী, চট্টগ্রাম।
→ 'বৃংহণ' অর্থ হাতির ডাক।
→ এগারসিন্দুর দূর্গ অবস্থিত পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
→ মানসিংহের সঙ্গে বারো ভূঁইয়া নেতা ঈশা খাঁর যুদ্ধ হয় ১৫৮৯ সালে।
→ মির্জাপুরের ভালুকনাচ, ঘাটাইলের সঙযাত্রা, ভূঞাপুরের লাঠিবাড়ি খেলা এবং বেহুলা নাচ, মধুপুরের ধুয়া গান বাংলা ঐতিহ্যের অন্যতম সম্পদ।
বাংলাপিডিয়া প্রকাশিত হয় 'এশিয়াটিক সোসাইটি' থেকে।

ডাইজেস্ট সম্পাদনা—
মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

Preface to Book Digests!


বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বুক ডাইজেস্টস খুবই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন বইয়ের ডাইজেস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

ফেসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিন 'বুক ডাইজেস্টস' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→

বই রিভিশন হোক সহজ, প্রস্তুতি হোক দ্রুত.../
মেহেদী হাসান,
সম্পাদক, বুক ডাইজেস্টস।