Wednesday, August 7, 2019

কতো নদী সরোবর এর ডাইজেস্ট!


তথ্যসমূহ:—
♦ চাতকচাতকীর মতো:—
১. চাতকচাতকী হলো একটি পাখির নাম; এটি পরিচিত 'ফটিকজল' পাখি হিসেবে।
২. "কিবা ফল চাতকীর?" প্রশ্নটি করেছেন— রামনিধি গুপ্ত।
৩. বাংলা ভাষার জন্ম হয়েছিল— হাজার বছর আগে।
৪. প্রাচীন ভারতীয় আর্যভাষা™ মানুষের মুখেমুখে রূপান্তরিত হয়ে বঙ্গীয় অঞ্চলে™ জন্ম নিয়েছিল এক মধুর-কোমল-বিদ্রোহী
প্রাকৃত™ যার নাম— বাংলা।
৫. একে কখনও বলা হয়েছে 'প্রাকৃত'™, কখনও বলা হয়েছে 'গৌড়িয় ভাষা'™; কখনও বলা হয়েছে 'বাঙ্গালা' কখনও 'বাঙ্গলা'। এখন বলা হয় 'বাঙলা' বা 'বাংলা'।
৬. বাংলা ভাষায় লেখা হয় নি কোনো— ঐশী শ্লোক।
৭. বাংলা ভাষায় দুঃখের গীতিকা রচনা করেছেন— বৌদ্ধ বাউলেরা।
৮. বাংলা ভাষাকে ভালোবেসে এ ভাষাতেই নিজেদের হাহাকার প্রকাশ করেছেন— বৈষ্ণব কবিরা। আর মঙ্গলকাব্যের কবিরা এ ভাষার রচনা করেছেন 'লৌকিল মঙ্গলগান'।

♦ জন্মকথা:—
৯. ভাষার ধর্মই হচ্ছে— বদলে যাওয়া।
১০. মানুষের মুখেমুখে বদলে যায় ভাষার— ধ্বনি।
১১. বাংলাকে কেউ বলতো 'প্রাকৃত ভাষা' আর কেউ বলতো 'গৌড়িয় ভাষা'।
১২. ভারতবর্ষের একটি পবিত্র ভাষা ছিল— সংস্কৃত।
১৩. সংস্কৃত ছিল হিন্দু সমাজের™ উঁচুশ্রেণীর মানুষের— লেখার ভাষা। এটি কথ্য ছিল না।
১৪. সাধারণ মানুষেরা কথা বলতো— নানা রকম 'প্রাকৃত' ভাষায়।
১৫. সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা ছিল— প্রাকৃত।
১৬. কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল সে বিষয়ে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন— জর্জ আব্রাহাম গ্রিয়ারসন।
১৭. বহু প্রাকৃতের একটি হলো 'মাগধী প্রাকৃত'। গ্রিয়ারসন এর মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয়™ রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা।
১৮. বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন— ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১৯. 'ইন্দো-ইউরোপীয়' ভাষাবংশের অপর নাম 'ভারতী-ইউরোপীয়' ভাষাবংশ, আর এ ভাষাগুলো পরিচিত ছিল— আর্যভাষা নামে।
২০. ইন্দোইউরোপীয় ভাষাবংশের একটি শাখা হলো— ভারতীয় আর্যভাষা।
২১. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায়— ঋগ্বেদের মন্ত্রে।
২২. ঋগ্বেদের মন্ত্রগুলো লিখিত হয়েছিল— সম্ভবত জেসাস ক্রাইস্টের জন্মেরও এক হাজার বছর আগে অর্থাৎ ১০০০ খ্রিস্টপূর্বাব্দে।
২৩. এক সময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে— বেদের ভাষা বা বৈদিক ভাষা।
২৪. ব্যাকরণবিদেরা বৈদিক ভাষাকে™ নানা নিয়মে বিধিবদ্ধ করে একটি মান ভাষা সৃষ্টি করেন; এই বিধিবদ্ধ, পরিশীলিত ও শুদ্ধ ভাষা হলো— সংস্কৃত ভাষা যা বিধিবদ্ধ করা হয়েছিল— খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের আগেই।
২৫. সংস্কৃত ছিল লেখা ও পড়ার ভাষা। এটি কথ্য ছিল না। তখন ভারতবর্ষের কথ্যভাষাগুলোকে বলা হতো— প্রাকৃত।
২৬. জেসাসের জন্মের আগেই ভারতীয় আর্যভাষার স্তর পাওয়া যার— তিনটি; যার—
(ক) প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত; এর কাল খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ হতে খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ।
(খ) দ্বিতীয় স্তরটি হলো 'সংস্কৃত'; এটি সম্ভবত খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে বিধিবদ্ধ হতে থাকে এবং
(গ) তৃতীয় স্তরে এটি খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির™ হাতে চরমভাবে বিধিবদ্ধ হয়।
২৭. বৈদিক ও সংস্কৃতকে বলা হয়— প্রাচীন ভারতীয় আর্যভাষা।
২৮. প্রাকৃত ভাষাগুলোকে বলা হয়— মধ্যভারতীয় আর্যভাষা।
২৯. সংস্কৃত ও প্রাকৃত ভাষা যথাক্রমে লিখিত ও কথ্য ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল— খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৩০. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম— অপভ্রংশ বা অবহট্ঠ অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে।
৩১. এই অপভ্রংশরাশি থেকেই উৎপন্ন হয়েছে 'বিভিন্ন আধুনিক ভারতীয় আর্যভাষা'™— বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি পাঞ্জাবি প্রভৃতি ভাষা।
৩২. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় একটি অপভ্রংশের নাম বলেন 'মাগধী অপভ্রংশ' যার আবার রয়েছে ৩টি™ শাখা— পূর্ব মাগধী অপভ্রংশ, মধ্য মাগধী অপভ্রংশ এবং পশ্চিম মাগধী অপভ্রংশ (তার আগে এই ভাগ করেছিলেন জর্জ গ্রিয়ারসন; সুনীতিকুমার গ্রিয়ারসনকে অনুসরণ করেন)।
৩৩. পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে— বাংলা, আসামি ও ওড়িয়া ভাষা।
৩৪. বাংলার সাথে খুব ঘনিষ্ট সম্পর্ক আছে— আসামি ও ওড়িয়া ভাষার।
৩৫. বাংলা ভাষার উৎপত্তি বিষয়ে ভিন্নমত পোষণকারী ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ™ এর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে— গৌড়ী প্রাকৃতের™ পরিবর্তিত রূপ 'গৌড়ী অপভ্রংশ'™ থেকে।

♦ আদি-মধ্য-আধুনিক : বাঙলার জীবনের তিন কাল:—
৩৬. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন ৬৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে, অর্থাৎ সপ্তম শতকে গৌড়ী প্রাকৃত™ থেকে জন্ম নেয় আধুনিক বাংলা ভাষা। তবে এ মত সবাই সমর্থন করেন না।
৩৭. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, ৯০০ বা ৯৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে, অর্থাৎ দশম শতকে মাগধী অপভ্রংশ™ থেকে জন্ম নেয় কোমল-মধুর-বিদ্রোহী বাংলা ভাষা। এ মতই আজকাল স্বীকৃত।
৩৮. বাংলা ভাষার বয়স এখন— এক হাজার একশো বছর।
৩৯. আদি বাংলা ভাষার সময়কাল ছিল— ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ।
৪০. আদিযুগের বাংলা ভাষায় লেখা হয়েছিল— "চর্যাপদ" নামক গান।
৪১. বাংলা ভাষার মধ্যযুগ ছিল— ১২০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ। ছ-শো বছর। এটিই এ পর্যন্ত বাংলা ভাষার সবচেয়ে দীর্ঘ যুগ।
৪২. বাংলা ভাষার আঁধার যুগ— ১২০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। এ সময়ের বাংলাকে 'ক্রান্তিকালের বাংলা ভাষা' বলে।
৪৩. বাংলা ভাষার আধুনিক যুগ— ১৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল।

Note: এটি শেষ হয়নি; শিঘ্রই আরও তথ্য আপডেট করা হবে।

No comments:

Post a Comment