Wednesday, August 7, 2019

লাল নীল দীপাবলি ডাইজেস্ট!


BCS প্রস্তুতির জন্য হুমায়ূন আজাদ এর 'লাল নীল দীপাবলি' বইটি অধ্যয়নের গুরুত্বের কথা নতুন করে বলার কিছু নেই; আর সেজন্যই এবার বইটির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মাঝে মাঝেই চর্চা করার জন্য এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে এই আয়োজন। আসুন তাহলে দেখে নিই।

তথ্যসমূহ:—
১. বাংলা সাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?
-হাজার বছরেরও বেশি সময়
২. বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম কী?
-চর্যাপদ
৩. কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম?
-দশম শতকের মাঝামাঝি
৪. বাংলা সাহিত্যের জন্মলগ্নে কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?
-সংস্কৃত
৫. বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?
-চর্যাপদ
৬. চর্যাপদের রচনাকাল-
-৯৫০-১২০০
৭. বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?
-১৮০০ সালের পর থেকে
৮. দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?
-পদ্যরূপে
৯. নৃতাত্ত্বিকদের মতে বাঙালির পূর্বপুরুষ কারা?
-সিংহলের ভেড্ডারা
১০. ‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?
-রবিঠাকুর
১১. বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?
-ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক
১২. মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?
-দৌলত কাজী
১৩. কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?
– প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৪. সংস্কৃত ভাষার অপর নাম কী?
– প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৫. শব্দগুলোর পরিবর্তিত রূপ লিখুন:
হস্ত, চন্দ্র
-হাত, চাঁদ
১৬. ভাষা কী মেনে চলে?
-নিয়ম কানুন
১৭. প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?
-পালি
১৮. প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?
-পালি, প্রাকৃত
১৯. কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?
-পালি ভাষায়
২০. সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?
-চর্যাপদ
২১. চর্যাপদের ভাষাকে কি নাম দেওয়া হয়েছে?
-সান্ধ্য/আলো আঁধারির ভাষা
২২. বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?
-তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা।
২৩. বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।
-৯৫০-১২০০; ১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান।
২৪. ‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?
-সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল
২৫. বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?
-জমির আল, সীমানা, বাঁধ
২৬. কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?
-ষষ্ঠ- সপ্তদশ
২৭. শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?
-গৌড়
২৮. শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়?
-পুন্ড্র, গৌড়, রাঢ়
২৯. শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?
-গৌড়াধিপতি
৩০. গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?
-বঙ্গ
৩১. পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?
-বঙ্গ
৩২. কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?
-১৯৪৭
৩৩. বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?
-১২০০-১৩৫০, অন্ধকারযুগ
৩৪. মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম
-মঙ্গলকাব্য
৩৫. মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল-
বৈষ্ণব পদাবলি
৩৬. আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?
-গদ্য
৩৭. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?
-উইলিয়াম কেরি
৩৮. রামরাম বসু কে ছিলেন?
– উইলিয়াম কেরির সহযোগী
৩৯. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
-প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল
৪০. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি?
-মেঘনাদবধ কাব্য
৪১. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি?
-কৃষ্ণকুমারী
৪২. মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কী? কী?
-একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
৪৩. আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে?
– মাইকেল মধুসূদন দত্ত
৪৪. চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথায় থেকে?
-১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
৪৫. চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটির নাম কি?
-দোহাকোষ ও ডাকার্ণব
৪৬. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয়?
-১৯১৬, ১৩২৩
৪৭. চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে?
-ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৪৮. কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির?
-বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬)
৪৯. চর্যাপদ কিসের সংকলন?
-কবিতা বা গানের সংকলন
৫০. চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?
-সাড়ে ছেচল্লিশটি
৫১. চর্যাপদের মোট কবি কতজন?
-২৪ জন
৫২. চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার অন্যনাম কি?
-কৃষ্ণাচার্য
৫৩. চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন?
-রবি ঠাকুর
৫৪. ১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে?
– মাইকেল মধুসূদন দত্ত
৫৫. চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?
-শবরীপা
৫৬. কোন শতকে মুসলমানরা বাংলায় আসে?
-তের শতক (১২০০-১২০৭)
৫৭. মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে?
-লক্ষ্মণ সেন
৫৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা?
-বড়ু চন্ডীদাস
৫৯. কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়?
-১৯০৯
৬০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়?
-বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে
৬১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন?
-শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৬২. বাংলা ভাষার প্রথম মহাকবি কে?
-বড়ু চন্ডীদাস
৬৩. দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে?
-মঙ্গলকাব্য
৬৪. কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়?
-প্রায় পাঁচশো বছর
৬৫. মনসামঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন।
-হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস,
৬৬. চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।
-মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর
৬৭. ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।
-ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম
৬৮. মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি?
-সুধীন্দ্রনাথ দত্ত
৬৯. চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?
– ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রব্রর্তী
৭০. মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?
-বিজয়গুপ্ত, বংশীদাস
৭১. কালকেতু-ফুল্লরা কিসের কাহিনী?
-চন্ডীমঙ্গল
৭২. ধনপতি লহনা কিসের কাহিনী?
– চন্ডীমঙ্গল
৭৩. কালকেতু-ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল?
-নীলাম্বর, ছায়া
৭৪. স্বর্ণগোধিকা কি?
-গুইসাপ
৭৫. স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে?
-দেবীচন্ডী
৭৬. মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে?
-চাঁদসওদাগর
৭৭. সনকা কার স্ত্রী?
-চাঁদসওদাগর
৭৮. সনকা কার পূজা করত?
-দেবীচন্ডী
৭৯. চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন?
-১২ বছর
৮০. লখিন্দর কার পুত্র, কার স্বামী ছিলেন?
–চাঁদসওদাগর–সনকা, বেহুলা
৮১. বেহুলার বাড়ি কই ছিল?
-উজানিনগর
৮২. স্বর্গের ধোপানীর নাম কি?
-নেতা
৮৩. কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন?
– মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে
৮৪. মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবি কে ছিলেন?
– মকুন্দরাম চক্রবর্তী
৮৫. মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র?
-চন্ডীমঙ্গল

Note: এই লেখাটি অন্য একটি স্টাডি সাইট থেকে সংগৃহীত। কোনো এক অদ্ভুত কারণে তারা এখনও এই লেখাটির তৃতীয় পর্ব প্রকাশ করেনি। তারা এর প্রথম পর্বে ১-৫৫ এবং দ্বিতীয় পর্বে ৫৬-৮৫ পর্যন্ত প্রশ্নগুলো প্রকাশ করেছিল। এরপর কখনও তৃতীয় পর্ব প্রকাশিত হলেই সেসবও সংযুক্ত করা হবে।

No comments:

Post a Comment